• আজ মঙ্গলবার
    • ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    সুদানে মৃত্যু হওয়া বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি সেনাপ্রধানের শ্রদ্ধা

    সুদানে মৃত্যু হওয়া বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি সেনাপ্রধানের শ্রদ্ধা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ এপ্রিল ২০২২ | ৩:৩৩ অপরাহ্ণ

    ল্যান্স করপোরাল কফিল মজুমদারের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনীর প্রধান।

    জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিস-এ (দক্ষিণ সুদান) মৃত্যু হওয়া ল্যান্স করপোরাল কফিল মজুমদারের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আজ বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

    ঢাকা সেনানিবাসের সিএমটিডি-তে লজিস্টিকস এরিয়ার তত্ত্বাবধানে শ্রদ্ধা নিবেদনর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা এবং অন্যান্য পদবির সেনাসদস্যেরা উপস্থিত ছিলেন।

    আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    ল্যান্স করপোরাল কফিল মজুমদার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত ৬ এপ্রিল দক্ষিণ সুদানের আনমিসে মারা যান। গতকাল বুধবার তাঁর মরদেহ দেশে এসে পৌঁছায়। সব আনুষ্ঠানিকতা শেষে সেনাসদস্যের মরদেহ অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্নের জন্য আজ আর্মি অ্যাভিয়েশন-এর হেলিকপ্টারে তাঁর নিজ গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নিয়ে যাওয়া হয়।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১