• আজ মঙ্গলবার
    • ১৭ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১লা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩রা মহর্‌রম ১৪৪৭ হিজরি

    স্কুল মাঠেই চলছে ধান চাষ

    | ১৪ জুলাই ২০২১ | ১১:১৮ পূর্বাহ্ণ

    ঝালকাঠিতে স্কুল বন্ধের সুযোগে খেলার মাঠেই করা হচ্ছে ধান চাষ।

    অভিযোগ উঠেছে, এ কাজে সহায়তা করছেন, স্থানীয় যুবলীগ নেতা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন।

    ঝালকাঠি রাজাপুর উপজেলার ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয় ও রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাশাপাশি অবস্থান হওয়ায় দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই খেলাধুলা করে একই মাঠে।

    সম্প্রতি করোনাকালে স্কুল বন্ধ থাকার সুযোগ নিয়ে শিক্ষার্থীদের খেলার মাঠে করা হচ্ছে ধান চাষ। এরই মধ্যে ট্রাক্টর দিয়ে প্রস্তুত করা হয়েছে জমি। পাশের বীজতলায় বপন করা চারাও তৈরি হয়ে গেছে রোপনের জন্য। অভিযোগ উঠেছে, এ কাজে সহায়তা করছেন স্থানীয় এক যুবলীগ নেতা। জড়িত রয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিও।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলছেন, স্কুল মাঠে ধান চাষের সুযোগ নেই। এ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১