- আজ সোমবার
- ১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ এপ্রিল ২০২২ | ৩:০১ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহতের সাত ঘণ্টা পর চলে গেলেন আহত স্বামী মাখন দাস (৬২)। রবিবার (১০ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বিকেল ৫টার দিকে বালুভর্তি ট্রাকের ধাক্কায় পারুল দাস নিহত হন। এসময় আহত হন মাখন দাসও। তারা চট্টগ্রাম মহানগরের পাথরঘাটা এলাকার কালীবাড়ি রোডের বাসিন্দা।
চন্দ্রঘোনা থানার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, বিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ফেরিঘাট এলাকায় বালুবাহী একটি ট্রাক ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজি ও দুটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় সিএনজিতে থাকা পারুল দাস ও মাখন দাস গুরুতর আহত হন। পরে তাদের চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে পারুল দাস মারা যান। আহত মাখনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় পারুল দাসের ভাই দিলিপ দাস বাদী হয়ে একটি মামলা করেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।