• আজ বুধবার
    • ১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২রা সফর ১৪৪৭ হিজরি

    স্বাগতিকদের দ্রুত অলআউটের লক্ষ্যে মাঠে টাইগাররা

    স্বাগতিকদের দ্রুত অলআউটের লক্ষ্যে মাঠে টাইগাররা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ এপ্রিল ২০২২ | ৩:৩১ অপরাহ্ণ

    ডারবান টেস্টের চতুর্থ দিন রবিবার মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ। বৃষ্টি আর আলোক স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা আগেই শেষ হয়। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৭৫ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের লক্ষ্য স্বাগতিকদের কম রানে আটকে দিয়ে লিডটা কম রাখা। ক্রিজে আছেন সারেল আরউই ও ডিন এলগার।

    বাংলাদেশ ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছেন, এই মাঠে দ্বিতীয় ইনিংসে আড়াইশ লক্ষ্য অনেক কঠিন। তাই তার আগেই দক্ষিণ আফ্রিকাকে থামাতে হবে।

    সিডন্স বলেন, ‘২৫০ রান তাড়া করাও অনেক কঠিন হবে। ইতোমধ্যে টার্ন করা শুরু করেছে। শান্ত আমাদের সেরা স্পিনারদের কেউ নয়, সেও আজ স্পিন করছিল। গতকাল ও আজ স্পিনাররা ভালো করেছে। আমরা তাড়া করতে নামলে মহারাজকে মোকাবেলা করা খুব কঠিন হবে। ফাস্ট বোলারদের বল আজ থেকে নিচু হয়ে আসছিল। আমরা ৬৯ রান পিছিয়ে না থাকলে এখন জয়ের কথা ভাবতে পারতাম।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১