• আজ রবিবার
    • ৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলহজ ১৪৪৬ হিজরি

    সাবেক ক্রিকেটার ও আম্পায়ার নাদির শাহ হাসপাতালে ভর্তি

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ আগস্ট ২০২১ | ৭:০৭ অপরাহ্ণ

    প্রায় দুই বছর ধরে মরণব্যাধী ক্যান্সারে ভোগা সাবেক ক্রিকেটার ও আম্পায়ার নাদির শাহকে ভর্তি করানো হয়েছে রাজধানীর আনোয়ার খান মেডিকেল হাসপাতালে ।

    সাবেক ক্রিকেটার ও নাদিরের ভাই জাহাঙ্গীর শাহ বাদশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

    শারিরীক অবস্থা জানাতে গিয়ে জাহাঙ্গীর শাহ বাদশাহ  বলেন, ‘তার অবস্থা এখন সংকটাপন্ন বলা যাবে না। কারণ এখনো আইসিইউর প্রয়োজন হচ্ছে না। কিন্তু নাদির না খাওয়াতে প্রোটিনের অভাব দেখা দিয়েছে শরীরে, অত্যন্ত দূর্বল হয়ে পড়েছে। এ জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা দেখে আরও ভালো বলতে পারবেন।’

    বাদশাহ জানালেন, ‘নাদিরের ডায়াবেটিসও আছে, সঙ্গে ক্যান্সার। এর মধ্যে সে একবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। চিকিৎসকও বলেছে তাকে প্রোটিন যুক্ত খাবার খেতে ‘।

    আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ার নাদির ৬টি টেস্ট, ৬৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচে পরিচালনার দায়িত্বে ছিলেন। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে জাতীয় ক্রিকেট লিগে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০