- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২১ এপ্রিল ২০২২ | ৪:২১ অপরাহ্ণ
গাজীপুরের শ্রীপুরে বলাকা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের পর ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
১০ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (২০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শামীমা জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার বিকেলে নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা ট্রেনের ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। এ অবস্থায় ট্রেনটি শ্রীপুর স্টেশনের ২ নম্বর লাইনে এসে দাঁড়ায়। পরে ট্রেনের চালক আমিনুল ইসলাম ইঞ্জিনটিকে ঘুরিয়ে পেছনে নেওয়ার চেষ্টা করলে চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।
স্টেশন মাস্টার শামীমা জাহান আরও বলেন, ইঞ্জিন উদ্ধারের জন্য ঢাকায় কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়। সেখান থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টার পর রাত সাড়ে ৩টার দিকে ইঞ্জিনটি উদ্ধার করে। এরপর ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।