- আজ বুধবার
- ১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২রা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ ফেব্রুয়ারি ২০২২ | ৫:৫৩ অপরাহ্ণ
তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। রশিদরা প্রথমে পাঁচ দিনের কন্ডিশনিং ক্যাম্প করবে সিলেটে।
আফগানদের বিপক্ষে সিরিজটা আইসিসি ওডিআই সুপার লিগের অংশ। বর্তমানে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা টাইগাররা ৩-০’তে সিরিজ জিতলে ২০২৩ বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে যাবে তামিম ইকবালরা। তাই কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। মিরপুরের উইকেট অনেক সময় বুমেরাং হয়ে কথা বলে প্রতিপক্ষের হয়ে। তাই সতর্ক বিসিবি ওয়ানডে সিরিজটা আয়োজন করতে চায় চট্টগ্রামে। আর টি-টোয়েন্টি ম্যাচ দুটি হওয়ার কথা ঢাকায়।
উল্লেখ্য, ২০২০ এ করোনাভাইরাসের জন্য স্থগিত হয়েছিলো বাংলাদেশের আয়ারল্যান্ড সফর। যা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো এ বছরের মে মাসে। তবে দু’বোর্ড সমঝোতায় এসে বাতিল করেছে তিন ওয়ানডের সেই সিরিজটি।