• আজ মঙ্গলবার
    • ১০ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৫শে জিলহজ ১৪৪৬ হিজরি

    ১৮ কোটি টাকার ওয়াইন চুরির দায়ে কারাগারে দম্পতি

    ১৮ কোটি টাকার ওয়াইন চুরির দায়ে কারাগারে দম্পতি

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ মার্চ ২০২৩ | ৭:২৪ অপরাহ্ণ

    স্পেনে একটি রেস্তোরাঁ থেকে ১ দশমিক ৬ মিলিয়ন ইউরোরও বেশি মূল্যের ৪৫ বোতল ওয়াইন চুরি করার দায়ে এক দম্পতিকে কারাগারে পাঠিয়েছেন স্প্যানিশ আদালত। এ ঘটনাকে পুলিশ ‘সূক্ষ্ণভাবে পরিকল্পিত’ চুরি বলে অভিহিত করেছে।

    ওয়াইনের দাম ১৬ লাখ ইউরো (প্রায় ১৭ কোটি ৮৬ লাখ ৫২ হাজার টাকা)। সোমবার (৬ জুন) আদালত এই নির্দেশ দিয়েছেন।

    ২০২১ সালের অক্টোবরে দক্ষিণ-পশ্চিম স্পেনের ক্যাসেরেস শহরে ‘আরত্রিয়ো’ হোটেল থেকে চুরি হওয়া ওয়াইনগুলোর মধ্যে, ৩ লাখ ৫০ হাজার ইউরো মূল্যের ‘শ্যাঁতু ডি’ ক্যাম ১৮০৬ ওয়াইনের বোতল ছিল। বাংলাদেশি টাকায় এই এক বোতল ওয়াইনের দাম প্রায় তিন কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা।

    ক্যাসেরেসের একটি আদালত রেস্তোরাঁয় জোরপূর্বক প্রবেশ এবং চুরির অপরাধে ওই দম্পতিকে দোষী সাব্যস্ত করা হয়। ওই নারীকে চার বছরের কারাদণ্ড এবং পুরুষটিকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেয়া হয়।

    ক্রোয়েশিয়া থেকে ২০২২ সালের জুলাই মাসে গ্রেফতার করা হয়েছিল এই দম্পতিকে। এই দম্পতিকে ৭ লাখ ৫৩ হাজার ৪৫৪ ইউরো ক্ষতিপূরণ দেয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি ৮১ লাখ ৬২ হাজার ৭২০ টাকা।

    স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাজাপ্রাপ্ত ওই নারী একজন প্রাক্তন মেক্সিকান সুন্দরী। তিনি ভুয়া সুইস পাসপোর্ট ব্যবহার করে হোটেলে উঠেছিলেন। হোটেলের ‘মিশেলিন’ রেস্তোরাঁয় খাওয়া শেষে এই দম্পতিকে ‘আত্রিওর’ বিখ্যাত ওয়াইনের দোকান ঘুরে দেখার সুযোগ দেয়া হয়।

    রাত ২টায় মেক্সিকান ওই সুন্দরী অভ্যর্থনা বিভাগের দায়িত্বে থাকা একজনকে সালাদ বানাতে বলেন। প্রথমে ওই কর্মী এতে রাজি হননি। কারণ তিনি একাই দায়িত্বে ছিলেন। তবে বারবার অনুরোধের পর তিনি সালাদ বানিয়ে আনতে রাজি হন। ওই দম্পতি ওই হোটেলে ১৪ ধরনের খাবার খেয়েছিলেন। যখন ওই কর্মচারী সালাদ তৈরি করতে যান, তখন ম্যাক্সিকান সুন্দরীর পুরুষ সঙ্গী অভ্যর্থনা থেকে বৈদ্যুতিক চাবি চুরি করেন। তবে ভুল চাবি চুরি করেন। এরপর ওয়াইন বিক্রির জায়গা থেকে ওই ব্যক্তি তার সঙ্গিনীকে আবার অভ্যর্থনাকারীকে ব্যস্ত রাখতে বলেন। এরপর ওই নারী তাকে মিষ্টি খাবার পরিবেশন করতে বলেন। অভ্যর্থনাকারী ফিরে আসার আগেই তিনি বোতলগুলো দুটি বড় ব্যাগে ভরে নিজের ঘরে নিয়ে যান।

    এই দম্পতি ‘সূক্ষ্ণভাবে পরিকল্পনা’ করেছিলেন, অভিযানের প্রস্তুতির জন্য রেস্তোরাঁয় তিনবার গিয়েছিলেন। স্পেনের ন্যাশনাল পুলিশ এই দম্পতিকে গ্রেফতার করার সময় এক বিবৃতিতে এমনটি বলেছিল।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০