- আজ মঙ্গলবার
- ১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২রা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জানুয়ারি ২০২২ | ৫:৩৪ অপরাহ্ণ
চলতি মাসের ২৮ জানুয়ারি হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এতে সদ্য মেয়াদ পূর্ণ হওয়া কমিটির মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল একই ভূমিকায় থাকবে।
নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি মিশা সওদাগর।
তিনি জানান, গত ৩০ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির মেয়াদ শেষ হয়েছে। নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানানো হবে আগামী ৭ জানুয়ারি। সেদিনই নির্বাচন কমিশনারসহ অন্যান্য বিষয় ঘোষণা করা হবে।
অন্যদিকে, সমিতির গঠনতন্ত্রের ৮ (চ) অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিন অর্থাৎ ৩ মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সেই অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে।
শোনা যাচ্ছে, এবারে আলোচিত ২টি প্যানেলের মধ্যে একটিতে সভাপতি পদে থাকতে পারেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। যিনি গতবার প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে দেখা যেতে পারে অভিনেত্রী নিপুণকে। আরেকটি প্যানেলের নেতৃত্ব দেবেন মিশা-জায়েদ।