- আজ বুধবার
- ১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩রা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ৫:১৪ অপরাহ্ণ
আগামী ২৮ মার্চের আগে সব ধরনের কর আদায় অনলাইনভিত্তিক করার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) গুলশান-২ নগর ভবনে আয়োজিত রাজস্ব বিভাগের কর আদায়সহ সার্বিক কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
আতিকুল ইসলাম বলেন, ‘২৮ মার্চের পর নগদ টাকা নেওয়ার ব্যবস্থা থাকবে না। সব টাকা অনলাইনে জমা করতে হবে। জনদুর্ভোগ কম হলে মানুষ বেশি বেশি কর দিতেও আগ্রহী হবে।’
তিনি বলেন, ‘বিদেশে সব ধরনের কর অনলাইনে আদায় করা হয় বলেই সবাই কর দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে। আমরা এ পরিবর্তনটা আনতে চাই। এরই মধ্যে ডিএনসিসির বেশ কয়েকটি অঞ্চলে অনলাইনভিত্তিক কর আদায় শুরু হয়েছে।
ডিএনসিসি মেয়র বলেন, ‘অঞ্চলগুলোতে হেল্পডেস্ক গঠন করতে হবে। মানুষ যাতে কর দিতে এসে সহযোগিতা পায়, তার জন্য হেল্পডেস্কের প্রয়োজন রয়েছে।’