• আজ শুক্রবার
    • ৬ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে জিলহজ ১৪৪৬ হিজরি

    ৩ মাসের বকেয়া দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ ডিসেম্বর ২০২১ | ১:২৩ অপরাহ্ণ

    গাজীপুরের শ্রীপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

    মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পুলিশের আশ্বাসে দেড় ঘণ্টা পর মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা।

    কারখানার শ্রমিক নার্গিস, সুজন, কামালসহ কয়েকজন বলেন, এএসআর গ্রুপের গোল্ডেন সোয়েটার কারখানায় কর্মকর্তাসহ শ্রমিকদের গত তিন মাসের বেতন বকেয়া আছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি। এদিকে তিনমাসের বেতন না পেয়ে আমাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাই বিক্ষোভ করতে বাধ্য হয়েছি।

    শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহার বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক আছে।

    মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, প্রায় দেড় ঘণ্টা পর শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। শ্রমিকদের বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০