- আজ সোমবার
- ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি
| ০৫ জুলাই ২০২১ | ১২:২৭ অপরাহ্ণ
সিলেটে সর্বাত্মক লকডাউন ঘোষণার প্রায় এক সপ্তাহ আগ থেকে বেড়েছে অক্সিজেন সিলিন্ডারের দাম। করোনায় আক্রান্তের হার বেড়ে যাওয়ায় অনেকে বেশি করে অক্সিজেন সিলিন্ডার কিনে মজুত করে রাখায় দাম বেড়ে গেছে বলে অক্সিজেন সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠানের মালিকেরা জানিয়েছেন।
গতকাল রোববার সিলেট চিকিৎসা সরঞ্জাম বিক্রয়কারী কয়েকটি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেটে বর্তমানে ১ হাজার ৪০০ লিটার ওজনের অক্সিজেন সিলিন্ডার ও এর আনুষঙ্গিক সরঞ্জাম কিনতে ১৫ হাজার টাকা লাগছে। অথচ এক সপ্তাহ আগেও একই ওজনের অক্সিজেন সিলিন্ডার, ফ্লো মিটার, ট্রলি, ক্যানুলাসহ ১২ হাজার টাকায় বিক্রি করা হতো। সারা দেশে কঠোর লকডাউন জারি হওয়ার পর কয়েক দিন আগ থেকে অক্সিজেন সিলিন্ডারের দাম বাড়তে থাকে। তবে যাদের পুরোনো সিলিন্ডার রয়েছে, সেগুলোতে অক্সিজেন রিফিল করতে ৩০০ টাকা লাগছে। আগেও সিলিন্ডারে অক্সিজেন রিফিল করতে ৩০০ টাকা লাগত।
এ বিষয়ে সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত জানান, আতঙ্কিত হয়ে অক্সিজেন ক্রয় করে বাড়িতে রাখলে বাজারে এর প্রভাব পড়বে। যাঁদের চিকিৎসায় অক্সিজেনের প্রয়োজন রয়েছে, তাঁরা সংকটে পড়বেন। এ জন্য যাঁরা অক্সিজেন বিক্রি করছেন, তাঁদের চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এসব পণ্য বিক্রি না করার আহ্বান জানান তিনি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |