• আজ রবিবার
    • ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৫ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    অঙ্কনের ঝড়ো ব্যাটিংয়ে খুলনার বড় সংগ্রহ

    অঙ্কনের ঝড়ো ব্যাটিংয়ে খুলনার বড় সংগ্রহ

    গাজীপুর টিভি ডেস্ক | ৩১ ডিসেম্বর ২০২৪ | ২:২১ অপরাহ্ণ

    খুলনা টাইগার্সের চার উইকেট তুলে নেওয়ার পর আর স্বস্তিতে থাকতে পারেনি চিটাগং কিংস। পঞ্চম উইকেট জুটিতে খুলনাকে দ্রুত বড় সংগ্রহের দিকে নিয়ে যান দুই ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ও উইলিয়াম বোসিস্তো। অঙ্কনের ঝোড়ো ফিফটিতে খুলনা পায় বড় সংগ্রহ।

    বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মুখোমুখি হয়েছে খুলনা ও চট্টগ্রাম। টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম। আগে ব্যাট করে ২০ ওভারে চার উইকেটে ২০৩ রান করে খুলনা।

    টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটি ভালো হয় খুলনার। নাঈম শেখ ও বোসিস্তো মিলে জমা করেন ৩৭ রান। ১৭ বলে ২৬ রান করে আলিস আল ইসলামের বলে উসমান খানের তালুবন্দি হন নাঈম। ওয়ানডাউনে নামা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ১৮ বলে ১৮ রান। তাকে সাজঘরে ফেরান খালেদ আহমেদ।

    এরপর ম্যাচের খানিকটা নিয়ন্ত্রণ যায় চিটাগং শিবিরে। ইব্রাহিম জাদরান ও আফিফ হোসেন ধ্রুব দ্রুত ফিরে গেলে সামান্য বিপদে পড়ে খুলনা। জাদরান ছয় ও আফিফ আট রানে বিদায় নেন। জাদরানের উইকেট তোলেন খালেদ, আফিফকে আউট করেন আলিস।

    ১১৭ রানে চার উইকেট হারানোর পর ক্রিজে আসেন অঙ্কন। চিটাগং বোলারদের ওপর ঝড় বইয়ে দেন তিনি। বোসিস্তাকে সঙ্গে নিয়ে ৩৪ বলে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়েন অঙ্কন। ৫০ বলে আটটি চার ও তিন ছক্কায় ওপেনার বোসিস্তো অপরাজিত থাকেন ৭৫ রানে। অঙ্কন খেলেন ২২ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস, যা সাজানো ছিল একটি চার ও ছয়টি ছক্কায়।

    চিটাগংয়ের পক্ষে দুটি করে উইকেট নেন খালেদ ও আলিস।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১