• আজ রবিবার
    • ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৮ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই জিলকদ ১৪৪৬ হিজরি

    অচিরেই অতি উৎসাহী কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে: রিজভী

    অচিরেই অতি উৎসাহী কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে: রিজভী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৬ ডিসেম্বর ২০২৩ | ৮:২৫ অপরাহ্ণ

    বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এবার নতুন করে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, পুলিশের বিশেষ শাখা সোয়াতকে আর সহযোগিতা করা হবে না। যারা দেশের সম্মান নষ্ট করছেন, অতি উৎসাহী এ কর্মকর্তাদের অচিরেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’

    বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

    রিজভী বলেন, ‘দেশের জনগণ, বিরোধী দলগুলোর বিরোধিতা এবং আন্তর্জাতিক মহলের অব্যাহত আহ্বান উপেক্ষা করে নির্বাচন করার মতো আত্মঘাতি খেলায় মেতে উঠেছে সরকার।’

    বিএনপির এ মুখপাত্র বলেন, ‘রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে এ ভোটের নামে ভেলকিবাজি করা হচ্ছে ? কাকে এমপি ঘোষণা দেওয়া হবে আর কাকে তালিকা থেকে ছেঁটে ফেলা হবে সব কিছুই প্রস্তুত আছে। যারাই জিতবে তারা সবাইতো প্রধানমন্ত্রীর লোক। এত গ্রেফতার-সহিংসতা করার দরকার কি?’

    আসন ভাগাভাগি নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছে মন্তব্য করে তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বীরা সবাই হাস্যকরভাবে আকুতি জানাচ্ছেন সংসদে যাওয়ার জন্য। তারা কেউ সরকার গঠনের কথা ভাবছেন না, তারা শুধু সংসদে যেতে চান।’

    তিনি আরো বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, মানবাধিকার দিবসে বিএনপি বিশৃঙ্খলা করতে পারে-এমন গোয়েন্দা তথ্য নাকি তার কাছে রয়েছে। এ গোয়েন্দা তথ্যের উৎস কি-সুধা ভবন, নাকি গণভবন। আসন্ন নির্বাচন কেন্দ্র করে নানা কাহিনি ও নাটক রচনা করবেন, তার আভাস পাওয়া যায় এসব কথায়।’

    এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের মোট ৩৬০ নেতাকর্মী গ্রেফতার হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন রিজভী।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১