- আজ শনিবার
- ৪ঠা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ এপ্রিল ২০২২ | ৪:১৩ অপরাহ্ণ
গণতন্ত্র ও অধিকারহীন পরিবেশের মধ্যে জাতিকে নববর্ষ পালন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বর্তমান দুঃসময় ও নৈরাজ্যের অভিঘাত সত্ত্বেও শান্তি, স্বস্তি, সুস্থতা ও সহাবস্থান ফিরিয়ে আনতে হবে। বিচ্ছেদ ও বিভাজন দূর করে পহেলা বৈশাখকে পারস্পরিক শুভেচ্ছায় বরণ করে নিতে হবে।
বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক উজ্জ্বল আনন্দময় উৎসব। এই উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা। নতুন বছর মানেই অতীতের সব ব্যর্থতা, জরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে সুন্দর-সমৃদ্ধ আগামী বিনির্মাণে এগিয়ে যাওয়া।
তিনি বলেন, প্রতিটি উৎসবের অন্তঃস্থলে থাকে কোমলতা, শ্রদ্ধা, সংকীর্ণহীনতা এবং হীনমন্যতা থেকে মুক্তির মন্ত্র। ১৪২৯ বাংলা সনের প্রথম দিনের নতুন আলোতে দেশের সব মানুষের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করছি।
এ সময় বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যুবরণ করা প্রত্যেকের আত্মার মাগফিরাত, শান্তি ও আক্রান্তদের সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব।