• আজ মঙ্গলবার
    • ৩০শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৩ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৩ই জিলকদ ১৪৪৬ হিজরি

    অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাকিস্তান হাইকমিশনার

    অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাকিস্তান হাইকমিশনার

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ মে ২০২৫ | ৪:৪৯ অপরাহ্ণ

    ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, ১১ মে থেকে তিনি ছুটিতে রয়েছেন এবং বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

    হাইকমিশনারের এই আকস্মিক ছুটি ও ঢাকা ছাড়াকে ঘিরে কূটনৈতিক মহলে নানা ধরনের গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও তার ছুটির প্রকৃত কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    সৈয়দ আহমেদ মারুফের অনুপস্থিতিতে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ-হাইকমিশনার মুহাম্মদ আসিফ ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণত, এ ধরনের পদে থাকা কর্মকর্তার অনুপস্থিতিতে উপ-হাইকমিশনারই দায়িত্বভার গ্রহণ করেন।

    উল্লেখ্য, ২০২৩ সালের ৭ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে সৈয়দ আহমেদ মারুফ ঢাকায় তার কূটনৈতিক দায়িত্ব শুরু করেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১