- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৪ এপ্রিল ২০২২ | ৩:৫৫ অপরাহ্ণ
ভারতের অন্ধ্রপ্রদেশে একটি ওষুধের কারখানায় ভয়াবহ আগুন লেগে ৬ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ১২ জন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে গ্যাস লিক করে এই দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার আক্কিরেড্ডিগুডেমে ওই ওষুধের কারাখানার চার নম্বর ইউনিটে যখন আগুন লাগে তখন কারখানায় ১৮ জন শ্রমিক কর্মরত ছিলেন। এরপর দ্রুত খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুলিশে জানিয়েছে, মৃত ছয়জনের মধ্যে চার জনই বিহার থেকে যাওয়া শ্রমিক। তারা হলেন উদুরুপতি কৃষ্ণাইয়া, বি কিরণ কুমার, কারু রবি দাস, মনোজ কুমার, সুবাস রবি দাস ও হাবদাস রবি দাস।
এদিকে রাজ্যেটির মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারের সদস্যদের জন্য ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। তাছাড়া গুরুতর আহতদের জন্য পাঁচ লাখ টাকা ও অল্প আহতদের জন্য দুই লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। আহতদের চিকিৎসার ক্ষেত্রে নজর রাখার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।