- আজ মঙ্গলবার
- ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ ফেব্রুয়ারি ২০২৩ | ৮:৪২ অপরাহ্ণ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত সপ্তাহে পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর রক্তক্ষয়ী অভিযানে পর এ হামলা শুরু হলো।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় হামাসের অস্ত্র উৎপাদন কারখানা লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। বিমান হামলার পর ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে জানায়, রাতে গাজায় বিস্ফোরণের কারণে আলোর ঝলকানি দেখা যায়।
দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সশস্ত্র ইউনিট দাবি করেছে, তারা ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে বিমান হামলা এবং ‘পরিকল্পিত আগ্রাসনের’ প্রতিক্রিয়া হিসাবে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে রকেট নিক্ষেপ করে।
চলতি বছরের শুরুতেই উত্তেজনা বিরাজ করছে ইসরায়েল ও ফিলিস্তিনে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৫ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গত সপ্তাহে জেনিনে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এতে গুলিবিদ্ধ হয়ে ৯ ফিলিস্তিনি নিহত হন। এরপরই পূর্ব জেরুজালেমে ৭ ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার হন। এর পেছনে ফিলিস্তিনিদের দায়ী করে তেল আবিব।