- আজ বুধবার
- ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ জানুয়ারি ২০২৫ | ৭:৪১ অপরাহ্ণ
কাতারের দোহায় অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিও ওই চুক্তিপত্রে সই করেছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস।
বিবৃতিতে জানানো হয়, চুক্তির বিষয়ে নেতানিয়াহুকে অবহিত করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) মন্ত্রিসভায় বিলটি অনুমোদন হওয়ার কথা। এর আগে আজ বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভার বৈঠক পিছিয়ে যাওয়ায় রোববার থেকে জিম্মি বিনিময় শুরু হওয়ার কথা থাকলেও এখন তা একদিন পিছিয়ে যেতে পারে। বুধবার রাতে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয় মধ্যস্ততাকারীরা।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |