• আজ মঙ্গলবার
    • ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    অবৈধভাবে জোরপূর্বক ক্ষমতায় থাকাই সরকারের লক্ষ্য : রিজভী

    অবৈধভাবে জোরপূর্বক ক্ষমতায় থাকাই সরকারের লক্ষ্য : রিজভী

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ মার্চ ২০২২ | ৪:১৪ অপরাহ্ণ

    বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডে কমিটি গঠন উপলক্ষে রবিবার আয়োজন করা হয় ‘তথ্য সংগ্রহ ফরম বিতরণী’র উদ্বোধনী অনুষ্ঠানের

    বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিত্যপণ্যের মূল্য বাড়লে সরকারের কিছু যায়-আসে না। অবৈধভাবে জোরপূর্বক ক্ষমতায় থাকাই সরকারের লক্ষ্য। সরকারের স্বেচ্ছাচারী মনোভাবের কারণে আজ মা তার সন্তান বিক্রি করছে। সন্তানকে খাদ্য দিতে না পেরে মা আত্মহত্যা করছে। দিনাজপুরে মা তার চুল কেটে বিক্রি করে বাচ্চার খাবার জোগাড় করেছন। আওয়ামী লীগ কখনই জনগণকে কিছু দেয়নি।

    বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ডে কমিটি গঠন উপলক্ষে রবিবার বেলা ১২টায় ‘তথ্য সংগ্রহ ফরম বিতরণী’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

    সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে রিজভী আরও বলেন, দাম বাড়ুক আর জনগণ মরুক সরকারের তাতে কিছু যায় আসে না। যে করেই হোক তাদের ক্ষমতায় থাকা চাই।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ।

    আরও বক্তব্য দেন মহানগর দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক মজিবর রহমান নান্টু, উত্তর জেলা বিএনপি’র সাবেক সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, মহানগরীর সদস্য সচিব মীর জাহিদুল কবির, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল ও জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ স্থানীয় নেতারা।

    এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল অনুষ্ঠানস্থলে গিয়ে যোগ দেয়। বিএনপি’র কর্মসূচি উপলক্ষে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০