- আজ মঙ্গলবার
- ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩১ ডিসেম্বর ২০২০ | ৫:৪৪ অপরাহ্ণ
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে সরকারি জমিতে গড়ে ওঠা তিনটি নির্মাণাধীন ঘর উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার (৩০ ডিসেম্বর) উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামে অবৈধভাবে সরকারি জমি দখল করে পাকা ঘর নির্মাণ করার খবরে অভিযান চালানো হয়। অভিযানে আব্দুস সালাম ও বাচ্চু মিয়ার দুটি টিন সেড ঘর এবং সোহেল মিয়ার নির্মাণাধীন একটি পাকা বিল্ডিং ভেঙে সরকারি জমি উচ্ছেদ করা হয়।
অভিযানের সময় কেউ বাড়িতে না থাকায় কোনও আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। এ সময় শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।