- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ ডিসেম্বর ২০২১ | ২:৫৩ অপরাহ্ণ
সরকার যদি অবৈধই হয় তাহলে এই সরকারের কাছে দাবি করছেন কেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) নিজ বাসভবন থেকে ব্রিফিংকালে এ প্রশ্ন রাখেন তিনি। ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ক্ষেত্রে আইন নয়, এই অবৈধ সরকার বাধা’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে আজ এ প্রশ্ন তোলেন কাদের।
বিএনপি নেতারা দেশের আইন আদালতের কোনো তোয়াক্কা করে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, এ সরকার অবৈধই বা কি করে হয়? সংসদে তো আপনাদেরও (বিএনপি) বৈধভাবে প্রতিনিধিত্ব রয়েছে।
এ সময় শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান কাদের।