পরিবার সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হন এসএম মহসীন। ৭৩ বছর বয়সী এই অভিনয়শিল্পীর ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত ছিলো।
প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করেছেন নাট্যজন এসএম মহসীন। নাটকে গুরুত্বপূর্ন অবদানের জন্য ২০২০ সালে তিনি একুশে পদক পান।