• আজ বৃহস্পতিবার
    • ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    অর্ধেক সেশনও টিকল না বাংলাদেশ, লজ্জার হারে সিরিজ শেষ

    অর্ধেক সেশনও টিকল না বাংলাদেশ, লজ্জার হারে সিরিজ শেষ

    গাজীপুর টিভি ডেস্ক | ১১ এপ্রিল ২০২২ | ৩:৩৬ অপরাহ্ণ

    পোর্ট এলিজাবেথ টেস্টে তৃতীয় দিনই মিলেছিল হারের আভাস। আজ সোমবার চতুর্থ দিন এলো ফল। চতুর্থ দিনের প্রথম সেশনের অর্ধেক সময়ও টিকল না বাংলাদেশ। চরম ব্যাটিং দুর্দশায় দক্ষিণ আফ্রিকার কাছে স্রেফ উড়ে গেল বাংলাদেশ। হেরে গেল ৩২২ রানের বিশাল ব্যবধানে।

    এর আগে ডারবানে সিরিজের প্রথম টেস্টেও বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার হেরে গেল দ্বিতীয়টিতেও। দুই হারে ২-০ ব্যবধানে হারের লজ্জা নিয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ।

    সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৪১৩ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। যে রান তাড়া করে জিততে হলে ইতিহাস গড়তে হতো বাংলাদেশকে। কিন্তু, বাংলাদেশ ইতিহাস গড়া তো দূরের কথা, দলীয় রান ১০০-তেও নিতে পাল না মুমিনুল হকের দল।

    গতকাল টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। সব মিলে তাদের লিড দাঁড়িয়েছে ৪১২ রানে। এ রানের সামনে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ। এ রান তাড়ায় মাত্র ৮০ রানেই শেষ বাংলাদেশ।

    প্রথম ইনিংসের মতো এ ইনিংসেও হতাশার ব্যাটিং দেখাল বাংলাদেশ। ব্যক্তিগত রান ৩০ এর ওপর যেতে পারেনি কেউ। ৩৩ বলে সর্বোচ্চ ২৭ রান করেছেন লিটন দাস। ২৫ বলে ২০ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। বাকিরা ছিলেন উইকেটে আসা-যাওয়ার মিছিলে। ফলে ২৪ ওভারের মধ্যেই দ্বিতীয় ইনিংসে থেমে গেল বাংলাদেশ।

    গতকাল রোববার টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করে দক্ষিণ আফ্রিকা। সব মিলে তাদের লিড দাঁড়ায় ৪১২ রানে।

    এ রান তাড়া করতে নেমে কালই তিন উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। গেল ইনিংসে ব্যর্থ হওয়া জয় এ ইনিংসেও ফিরেছেন শূন্য করে। নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ৭ রানে। তামিম ইকবাল ফিরেছেন ১৩ রানে।

    দ্বিতীয় ইনিংসে নেমে তিন উইকেটে ২৭ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। মোট ৩৮৬ রানে পিছিয়ে থেকে আজ দিন শুরুর পর অলআউট হয়েছে ৮০ রানে।

    স্বাভাবিকভাবে এ রান তোলা খুব কঠিন। তা ছাড়া অন্তত ম্যাচ বাঁচাতে হলেও আরও দুই দিন টিকে থাকতে হতো বাংলাদেশকে। এর কোনোটিই পারল না বাংলাদেশ।

    এর আগে প্রথম ইনিংসে মাত্র ২১৭ রানে থেমেছে বাংলাদেশ। তাতে ২৩৬ রানের লিড পায় প্রোটিয়ারা। স্বাগতিকেরা চাইলে বাংলাদেশকে ফলোঅনে ব্যাট করতে পাঠাতে পারত। কিন্তু, বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে ফের ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা।

    নিজেদের লিড বাড়িয়ে নিয়ে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করাতে নামায় ডিন এলগারের দল।

    গতকাল ৫ উইকেটে স্কোরবোর্ডে ১৩৯ রান নিয়ে টেস্টের তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। তৃতীয় দিনে লড়াইয়ে নেমে কিছুটা আশা দেখান মুশফিকুর রহিম ও ইয়াসির আলী রাব্বি। এ জুটি ফিরলে বাংলাদেশের সব আশা শেষ হয়ে যায়। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ২১৭ রানেই অলআউট হয়ে যায় মুমিনুল হকের দল।

    প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ফলোঅনও এড়াতে পারেনি বাংলাদেশ। ফলোঅন এড়াতে আরও ৩৭ রান করতে হতো সফরকারীদের। কিন্তু, সেটা করতে পারেনি মুমিনুল হকের দল।

    এর আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৫৩ রানে থামে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন কেশব মহারাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান করেন ডিন এলগার।

    সংক্ষিপ্ত স্কোর

    দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ৪৫৩

    বাংলাদেশ প্রথম ইনিংস : (আগের দিন ১৩৯/৫) ৭৪.২ ওভারে ২১৭ (মুশফিক ৫১, ইয়াসির ৪৬, মিরাজ ১১, তাইজুল ৫, খালেদ ০*, ইবাদত ০; অলিভিয়ের ১৫-৪-৩৯-২, উইলিয়ামস ১২-২-৫১-০, হার্মার ১০.২-১-৩৯-৩, মহারাজ ২৪-৬-৫৭-২, মুল্ডার ১৩-৭-২৫-৩)।

    দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস : ৩৯.৫ ওভারে ১৭৬/৬ (ডি.)(এলগার ২৬, এরউইয়া ৪১, পিটারসেন ১৪, বাভুমা , রিকেলটন ১২, ভেরেইনা ৩৯*, মুল্ডার ৬; ইবাদত ৫-০-২৯-০, খালেদ ১০-০-৩৮-১, তাইজুল ১৫-২-৬৭-৩, মিরাজ ৯.৫-৩-৩৪-২)।

    বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ২৩.৩ ওভারে ৮০ (তামিম ১৩, জয় ০, শান্ত ৭, মুমিনুল ৫, মুশফিক ১, লিটন ২৭, মিরাজ ২০, ইয়াসির ০, খালেদ ০, ইবাদত ০, তাইজুল ০; মহারাজ ১২-৩-৪০-৭, সিমন ১১.৩-১-৩৪-৩)।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১