- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ নভেম্বর ২০২১ | ২:৩০ অপরাহ্ণ
ফাইনালে আরও একটি স্বপ্নভঙ্গ নিউজিল্যান্ডের। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা বঞ্চিত হলেন কেইন উইলিয়ামসনরা।
দুবাইয়ে কিউইদের ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল টিম অস্ট্রেলিয়া।
এর আগে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপেও ভাগ্য সহায় হয়নি নিউজিল্যান্ডের। সেবার ইংলিশদের কাছে শিরোপা হাত ছাড়া হয় উইলিয়ামসনদের।
ম্যাচ শেষে উইলিয়ামসন বললেন, “আমরা বড় রান করতে চেয়েছিলাম। কিন্তু মন্থর উইকেট ছিল। তবে আমরা বেশ কিছু জুটি গড়তে পেরেছি। ভেবেছিলাম যে রান উঠেছে তা নিয়ে লড়াই করা যাবে। কিন্তু অস্ট্রেলিয়া দুর্দান্তভাবে রান তাড়া করেছে। অসাধারণ দল ওরা। গোটা প্রতিযোগিতা জুড়েই ভাল খেলেছে। ঠিক সময়ে জ্বলে উঠেছে।”
উইলিয়ামসন বললেন, “রানটা জেতার মতো কি না, সেটা বুঝতেই পারিনি। আপ্রাণ চেষ্টা করেছিলাম ভাল রান তোলার। তবে অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতেই হবে। কী সহজ ভাবে ওরা রান তাড়া করল। এক ইঞ্চিও জায়গা দেয়নি আমাদের।”
হেরে গেলেও দলকে কৃতিত্ব দিলেন উইলিয়ামসন। তিনি বলেন, “এই দল নিয়ে আমি তৃপ্ত। দলের জন্য নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে প্রত্যেকে দায়বদ্ধ। সাহসী হৃদয়ে খেলেছে। তবে এই হার থেকে ইতিবাচক দিকগুলি নিয়ে আমরা ফিরে আসব।”