• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    অস্ট্রেলিয়ার ক্রিকেটে সর্বোচ্চ সম্মাননা পেলেন স্মিথ

    অস্ট্রেলিয়ার ক্রিকেটে সর্বোচ্চ সম্মাননা পেলেন স্মিথ

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জানুয়ারি ২০২৩ | ৮:০৬ অপরাহ্ণ

    অস্ট্রেলিয়ার হয়ে গত বছর সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন স্টিভেন স্মিথ। যার স্বীকৃতি হিসেবে পেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মাননা অ্যালান বোর্ডার মেডেল তথা বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। পুরস্কারটি জিতে আবার রিকি পন্টিং, মাইকেল ক্লার্কের রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি। যৌথভাবে তারা সকলে চারবার এই সম্মাননা পাওয়ার গৌরব অর্জন করেছেন।

    স্মিথ তিন ফরম্যাট মিলে ৩২ ম্যাচে ১ হাজার ৫৪৭ রান করেছেন। তার মধ্যে টেস্টেই এসেছে ৮৬৩। গড় ৭১.৯২। ওয়ানডে ও টি-টোয়েন্টির তুলনায় তার ভোটও বেশি এসেছে টেস্টে। স্মিথের কপালে জুটেছে মোট ১৭১টি ভোট। তার পরেই অবস্থান ট্রাভিস হেড (১৪৪) ও ডেভিড ওয়ার্নারের (১৪১)।

    এই প্রথম অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সম্মাননাটি প্রয়াত শেন ওয়ার্নের নামে রাখা হয়েছে। আর সেটি জিতেছেন উসমান খাজা। গত বছর অ্যাশেজ টেস্টে ফিরে ৭৮.৪৬ গড়ে ১ হাজার ২০ রান করেছেন তিনি। এ সময় ক্যারিয়ার সেরা ১৯৫ রানও করেছেন। তাছাড়া মাঠের বাইরে সমাজ সেবার জন্য কমিউনিটি ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডও জুটেছে তার কপালে।

    ওয়ানডে ফরম্যাটে বর্ষসেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। আর টি-টোয়েন্টির বর্ষসেরা মার্কাস স্টয়নিস।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০