• আজ রবিবার
    • ৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১২ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস রচনা ফারিহার

    অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস রচনা ফারিহার

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ এপ্রিল ২০২৪ | ২:৫৭ অপরাহ্ণ

    অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন ফারিহা তৃষ্ণা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিন অসি ব্যাটার এলিসা পেরি, সফি মলিনাক্স ও বেথ মুনিরকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। তিন শিকারের মাধ্যমে ইতিহাসও লিখে ফেলেন বাংলাদেশের মেয়ে। এই হ্যাটট্রিকের মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী ক্রিকেটে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে একাধিক হ্যাটট্রিকের কীর্তি গড়লেন ফারিহা

    মঙ্গলবার (২ এপ্রিল) টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৬১ রান করে সফরকারীরা। অতিথিদের ৮ শিকারের মধ্যে চারটিই নিয়েছে ফারিয়া। যার মধ্যে তিনটি নিয়েছেন টানা। মোট ৪ ওভারে ১৯ রান দিয়ে চার উইকেট নেন তিনি।

    বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে দু’বার হ্যাটট্রিকের মাইলফলক অর্জন করেন ফারিহা। এর আগে ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম হ্যাট্রিকের স্বাদ পান তিনি। ফারিহার আগে আন্তর্জাতিক ক্রিকেটে একাদিক হ্যাটট্রিক করেছেন কেবল হংকংয়ের ক্যারি চ্যান ও উগান্ডার কন্সি এইউকো।

    বাংলাদেশিদের মধ্যে ফারিহার আগে প্রথম হ্যাটট্রিক করেন ফাহিমা খাতুন। সেটি ছিল ২০১৮ সালে আরব আমিরাতের বিপক্ষে। এরপরের নামটিই এখন ফারিহার।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০