- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ জুন ২০২৩ | ৬:১৩ অপরাহ্ণ
অস্ট্রেলিয়ার হান্টার ভ্যালিতে একটি বিয়ের বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ১০ জন মারা গেছেন। আরও ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দিবাগত রাতে ওই যাত্রীরা বিয়ে থেকে ফিরছিলেন। এসময় তাদের গাড়িটি উল্টে যায়।
এই ঘটনায় ৫৮ বছর বয়সী চালককে অভিযুক্ত করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভয়ংকরভাবে গাড়ি চালানোর অভিযোগ পাওয়া গেছে। এখনো নিহতদের পরিচয় সনাক্ত করার কাজ চলছে।
তবে নবদম্পতি ওই বাসে ছিল না বলে জানা গেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার পরিপূর্ণ কারণ জানতে এখনো তদন্ত চলছে। রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে ওই সময় সেখানে ভারী কুয়াশা ছিল।