- আজ শুক্রবার
- ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ অক্টোবর ২০২১ | ৯:৪৪ পূর্বাহ্ণ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে নয় বছর আগে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই ফাইনালে চেন্নাইকে হারিয়ে শিরোপা জেতে কেকেআর।
২০১২ সালের পর এবারের ফাইনালেও চেন্নাইয়ের সামনে হাজির হয়েছিল কলকাতা। কিন্তু এবার কেকেআর ২৭ রানের ব্যবধানে চেন্নাইয়ের কাছে হেরেছে। এই জয়ে আইপিএলে নিজেদের চতুর্থ শিরোপা জিতল চেন্নাই।
শুক্রবার (১৫ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় ম্যাচটি। চতুর্থ শিরোপা ঘরে তোলার মিশনে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে তারা।
চেন্নাইয়ের ১৯২ রানের জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১৬৫ রান করে কলকাতা। নিরুত্তাপ এক ফাইনালে ২৭ রানে জিতেছে চেন্নাই। ঘরে তুলেছে চতুর্থ আইপিএল শিরোপা।