- আজ বুধবার
- ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৯ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ সেপ্টেম্বর ২০২১ | ১১:২৮ পূর্বাহ্ণ
পাঞ্জাব কিংসের নিয়ন্ত্রণে ম্যাচ। জয়টা ছিল সময়ের ব্যপার। রাজস্থান রয়্যালসকে হারাতে শেষ দুই ওভারে লাগত ৮ রান। কিন্তু সেটা করতে দেননি মোস্তাফিজুর রহমান আর কার্তিক ত্যায়াগি।
১৯তম ওভারে মোস্তাফিজ দেন মাত্র ৪ রান। শেষ ওভারে কার্তিক ত্যায়াগির হাতে বল তুলে দেন অধিনায়ক সাঞ্জু স্যামসন। ওই ওভারের প্রথম বলে ডট, দ্বিতীয় বলে এক রান নিয়ে প্রান্ত বদল করেন এইডেন মার্করাম।
তৃতীয় বলে নিকোলাস পুরানকে ওয়াইড লাইনে বল করে বিভ্রান্ত করে তুলে নেন উইকেট। চতুর্থ বলে ডট, পঞ্চম বলে ইনফর্ম মার্করামকেও ফেরান সাজঘরে।
শেষ বলে জিততে হলে লাগত ৩ রান। স্ট্রাইকে থাকা ফ্যাবিয়ান অ্যালেন সেটি করতে পারেননি। শেষ ওভারে ম্যাচ জিতিয়ে হিরো হয়ে গেলেন কার্তিক ত্যায়াগি।
দুবাইতে গতকাল টস জিতে রাজস্থানকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় পাঞ্জাব কিংস। নির্ধারিত ২০ ওভারে ১৮৫ রান তোলে রাজস্থান।
বড় লক্ষ্য টপকাতে ব্যাট করতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও লোকেশ রাহুল মিলে তোলেন ১২০ (৭২) রান। দলকে শক্ত অবস্থানে রেখে রাহুল বিদায় নেন ৩৩ বলে ৪৯ রানের ইনিংস খেলে।
মায়াঙ্ক আগারওয়াল ৬৭ রান করেন ৪৩ বলে। এরপর মার্করাম (২৬*) ও নিকোলাস পুরানের (৩২) জুটি দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেলেও শেষ হাসিটা হেসেছে রাজস্থান।
মোস্তাফিজ, ত্যায়াগি, রাহুল তেওয়াটিয়ারা পাঞ্জাবকে আঁটকে দেন ১৮৩/৪ রানে। ৩ রানে জিতে টুর্নামেন্টে টিকে রইল রাজস্থান রয়্যালস।