এদিকে গতকাল পাঞ্জাব কিংসকে ৭ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। আর অধিনায়ক পরিবর্তন করেও ভাগ্য পরিবর্তন হয়নি হায়দরাবাদের। মোস্তাফিজের রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে ৫৫ রানে।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩ উইকেটে ২২০ রানের বড় সংগ্রহ পায় রাজস্থান। টি টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেলেন ম্যাচ সেরা জশ বাটলার। ৮ ছয়, ১১ চারে ৬৪ বলে তার ব্যাট থেকে আসে ১২৪ রান। অধিনায়ক সাঞ্জু স্যামসন করেন ৪৮ রান।
জবাবে ৮ উইকেটে ১৬৫ রানে থামে সানরাইজার্স হায়দরাবাদ। জনি বেয়ারেস্টো ৩০, মানিশ পান্ডে ৩১ আর কেইন ইউলিয়ামসনের ২০ রান ছাড়া উল্লেখযোগ্য স্কোর করতে পারেননি কেউ। ২০ রান দিয়ে মোস্তাফিজুর রহমান নিয়েছেন ৩ উইকেট। ক্রিস মরিসেরও শিকার ৩টি।