- আজ রবিবার
- ৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১২ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০২ মে ২০২৪ | ৯:০০ অপরাহ্ণ
ভারতে আইপিএলের চলমান আসর ছেড়ে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাই থেকে বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন তিনি।
হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর মুস্তাফিজ নিজ গাড়িতে চেপে বাসার পথ ধরেন। এ সময়ে আইপিএল নিয়ে তার অভিজ্ঞতা জানতে চান গণমাধ্যমকর্মীরা। উত্তরে এক বাক্যে বলেন, ‘সব ভালো।’
যেই সিরিজ খেলতে মুস্তাফিজকে টুর্নামেন্টের মাঝপথে উড়িয়ে আনা হচ্ছে, জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজের প্রথম তিন ম্যাচে খেলবেন না তিনি। মূলত খেলার ধকল কাটিয়ে উঠতে এ সময় বিশ্রামে থাকবেন টাইগার পেসার। শেষ দুই ম্যাচ খেলবেন।