- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ক্রিকেট ডেস্ক | ০২ জানুয়ারি ২০২১ | ৮:৩৯ অপরাহ্ণ
একটি ভিডিও প্রকাশের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার কোভিড প্রটোকল ভাঙার অভিযোগ উঠেছে পাঁচ ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। রেস্তোরাঁয় খেতে যাওয়া রোহিত শর্মা, রিশাব পান্ত, শুবমান গিল, পৃথ্বী শ ও নভদিপ সাইনিকে রাখা হয়েছে আইসোলেশনে।
তাদের বিরুদ্ধে আনা জৈব সুরক্ষা বলয়ের প্রটোকল ভাঙার অভিযোগ উঠেছে। তদন্ত করছে দুদেশের দুটির ক্রিকেট বোর্ড।
এক বিবৃতিতে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানায়, আইসোলেশনে থাকার সময় অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা। তবে স্কোয়াডের সঙ্গে নয়, তাদের ভেন্যুতে যেতে হবে আলাদা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠোর জৈব সুরক্ষা বিধি অনুযায়ী ক্রিকেটাররা কোনো রেস্তোরাঁর ভেতরে খেতে পারবেন না। তাদের খেতে হবে উন্মুক্ত স্থানে।
মেলবোর্নের একটি রেস্তোরাঁয় নতুন বছর শুরুর দিন খেতে গিয়েছিলেন রোহিত-পান্তরা। সেটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
নাভালদিপ সিং নামের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, পাঁচ ভারতীয় ক্রিকেটার রেস্তোরাঁর টেবিলে এক সঙ্গে বসে আছেন। শুক্রবার রোহিতদের বিল পরিশোধ করা ও পরে পান্তকে জড়িয়ে ধরার কথাও বলেন ওই ব্যক্তি। পরের দিন অবশ্য বক্তব্য বদলে যান, ক্রিকেটাররা দূরত্ব বজায়ই রেখেছিলেন।
গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজ চলাকালে জৈব-সুরক্ষা বলয় ভেঙে বাড়িতে যাওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল ইংল্যান্ডের পেসার জফ্রা আর্চারকে। রোহিতদের ব্যাপারে কি হবে সেটা তদন্ত শেষেই জানা যাবে।
আগামী বৃহস্পতিবার শুরু হওয়ার কথা অস্ট্রেলিয়া-ভারতের তৃতীয় টেস্ট।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |