- আজ সোমবার
- ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ নভেম্বর ২০২৩ | ৭:৩৮ অপরাহ্ণ
আগামী দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে সংসদীয় মনোনয়ন ফরমের দাম বাড়িয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। একাদশ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরা ৩০ হাজার টাকা দিয়ে ফরম সংগ্রহ করেছেন। এবার সেই ফরম কিনতে গুণতে হবে ৫০ হাজার টাকা।
রবিবার দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনির্ধারিত বিফ্রিংয়ে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি এবং জমা দেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের আটটি বিভাগ, আটটি বিভাগের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা নেওয়া হবে এখানে। আমাদের যারা মনোনয়ন সংগ্রহ করবে তাদের ৫০ হাজার টাকা করে জমা দিতে হবে। কবে থেকে শুরু হবে এটা আমরা জানাব। আমরা প্রস্তুতি শুরু করেছি। আবার কেউ যদি অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করতে চান, সে সুযোগও আছে।
সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের এবার মনোনয়ন ফরমের জন্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।