- আজ মঙ্গলবার
- ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৪ জুন ২০২৩ | ৪:৩৮ অপরাহ্ণ
নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারাই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা সৃষ্টি করছে তাদের নামের তালিকা করা হচ্ছে। শনিবার (২৪ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সরকার পতনের ক্ষণগণনা শুরু হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আর সেকারণে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা অসংলগ্ন কথা বলছেন যা বাংলাদেশের স্বার্থকে প্রতিনিয়ত ক্ষুন্ন করছে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গণগ্রেফতার শুরু করেছে বলেও অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, গত ১৯ মে থেকে অদ্যাবধি বিএনপির কেন্দ্রঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী মোট মামলা হয়েছে ২১০টি। গ্রেফতার অন্তত ৮৩০ জন। প্রায় ৯ হাজার ৩০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।