• আজ মঙ্গলবার
    • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি

    আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না: আমান

    আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না: আমান

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ জুলাই ২০২৩ | ৬:৩৯ অপরাহ্ণ

    বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে এ দেশে কোনো নির্বাচন হবে না। চলতি বছরই এই সরকারের পতনের বছর। গণআন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে। সরকার পতনের এক দফা আন্দোলনে সর্বস্তরের মানুষকে অংশ নেয়ার জন্য আহ্বান জানান তিনি।

    শনিবার দুপুরে কক্সবাজার সদরে জেলা বিএনপি কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) আয়োজিত চট্টগ্রাম বিভাগে খুন, নির্যাতিত, অসহায় ও অসচ্ছল নেতাকর্মীদের শিক্ষা-উপ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আমান।

    অনুষ্ঠানে জিআরএফ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন সাদা দলের নেতা অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি নাজিমউদ্দিন আলম। এছাড়া কক্সবাজার জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান চৌধুরী, শামীমা স্বপ্নাসহ জিআরএফ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    বক্তৃতাপর্ব শেষে বিএনপি ও অঙ্গ সংগঠনের ভুক্তভোগী নেতাকর্মীদের পরিবারের সন্তানদের মাঝে উপ-বৃত্তির অর্থ বিতরণ করেন আমানউল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলমসহ জিআরএফ নেতৃবৃন্দ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১