- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ মে ২০২২ | ৩:৫৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে আখাউড়া পৌরশহরের ৮নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির মোল্লা (৭০) আটক হয়েছেন। শনিবার (২১ মে) দিবাঁগত মধ্যরাতে পৌরশহরের দেবগ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এসময় তার বসতঘরের স্টিলের আলমারি তল্লাশী করে ২ হাজার ২৩৫ পিস ইয়াবা, ৮টি দামী মোবাইল ফোন, ইয়াবা প্যাকেট করার মেশিন ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্ধকৃত আলামতের মূল্য প্রায় ১৩ লাখ ১৭ হাজার টাকা। এসময় টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে কাদির মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৪০) পালিয়ে যায়।
আজ রবিবার সকালে আখাউড়া থানায় দুইজনকে আসামী করে মামলা হয়েছে। পাশাপাশি কাদির মোল্লাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আখাউড়া থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত মাদক বিরোধী টাস্কফোর্স শনিবার দিবাঁগত রাত ১২টার দিকে কাদির মোল্লা ও তার ছেলে সোহাগ মোল্লার ঘরে অভিযান চালায়। প্রায় ২ ঘণ্টা অভিযান শেষে কাদির মোল্লার ঘরের স্টিলের আলমারিতে রক্ষিত অবস্থায় এসব মাদক ও মাদক সংক্রান্ত মালামাল উদ্ধার করা হয়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাদির মোল্লার বাড়িতে ইয়াবা ও মাদক রয়েছে। কাদির মোল্লা ও সোহাগ মোল্লার ঘর তল্লাশী করি। কাদির মোল্লার ঘর থেকে ২২৩৫ পিস ইয়াবাসহ বিভিন্ন মাদকের সরঞ্জমান উদ্ধারা করা হয়।