- আজ বৃহস্পতিবার
- ১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৫ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩১ অক্টোবর ২০২৩ | ৮:৫৭ অপরাহ্ণ
গাজীপুরে আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন থেকে বিরত থাকার আহবান জানিয়ে সংবাদ সম্মেলনে করেছে গাজীপুরে সকল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর কার্যালয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের এর উপদেষ্টা ও গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর সভাপতি সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে গাজীপুরের সকল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নেতাবৃন্দের সাথে নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় তিনি শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহবান জানিয়ে বলেন আগামি ডিসেস্বর থেকে বৃদ্ধি করা বেতন প্রদান করা হবে। এর আগে আগামী ৩০ নভেম্বর বেতন বৃদ্ধি করার কাজ শেষ করা হবে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম বলেন, ৪৫টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সাথে কথা হয়েছে। তাদের দাবীর প্রেক্ষিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবী বাস্তবায়ন করার কথা বলেছে। তাই শ্রমিকদের দাবী সরকার ও শ্রম মন্ত্রণালয়কে আগামী ৩০ তারিখের মধ্যে পূরণ করতে অনুরোধ জানান তিনি। বিজিএমই ও শ্রম মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ করছে। ৩০ নভেম্বরের মধ্যে এর সমাধান করে ডিসেম্বর থেকে বর্ধিত বেতন প্রদান করা হবে। শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে যেন বিরোধীরা কাজে লাগাতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে।
এ শহর আমাদের, রক্ষাও আমাদের করতে হবে। ফলে এখানে কোন অপশক্তি যেন আমাদের কারখানা ও যানবাহন ক্ষতি করতে না পারে সেটি আমাদের লক্ষ রাখতে হবে। আপনাদেরকে বুধবার থেকে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে শিল্পকারখানা সচল রাখার আহবান জানাই।
জাহাঙ্গীর আলম আরো বলেন, করোনা মহামারী ও রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এবং ফিলিস্তিন ও ইসরাইলের যুদ্ধের কারণে বিভিন্ন সমস্য দেখা দেয়। তার প্রেক্ষিতেও সরকার আগামী ৩০ নভেম্বর এর মধ্যে বেতন বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করার জন্য বলেছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |