• আজ শনিবার
    • ২৯শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ১২ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১২ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    আগামী বছরের জানুয়ারিতেই ওটিটিতে আসতে পারে অ্যানিমেল

    আগামী বছরের জানুয়ারিতেই ওটিটিতে আসতে পারে অ্যানিমেল

    | ০৫ ডিসেম্বর ২০২৩ | ৮:০৩ অপরাহ্ণ

    মুক্তির প্রথম চার দিনেই ভারতীয় বক্স অফিসে ২৪০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। বিশ্বব্যাপী বক্স অফিসেও বাজিমাত করছে এটি। বিদেশেও শত কোটি টাকার বেশি আয় করেছে অ্যানিমেল।

    জানা গেল আগামী বছরের প্রথম মাসের মাঝামাঝিতেই ওটিটি প্ল্যাটফর্মে আসতে পারে সিনেমাটি। ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, ৪৫ থেকে ৬০ দিনের মধ্যেই ওটিটিতে চলে আসবে অ্যানিমেল।

    সিনেমাটি মুক্তির মাত্র কয়েক দিন আগে জানা গিয়েছিল, ‘অ্যানিমেল’কে ‘এ’ গ্রেডভুক্ত করেছে ভারতের সেন্সর বোর্ড। মানে, প্রাপ্তবয়স্ক ছাড়া অন্যান্য বয়সের দর্শকের ক্ষেত্রে রণবীর কাপুর ও রশ্মিকা মান্দানা অভিনীত এই ছবি দেখার ছাড়পত্র মিলবে না। ছবির একাধিক দৃশ্যেও কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড। যেগুলির মধ্যে রয়েছে রণবীর ও রশ্মিকার বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও।

    স্বাভাবিক ভাবেই, বড় পর্দায় সেন্সর বোর্ডের সম্পাদিত সংস্করণই দেখছেন দর্শক। তবে খবর, ওটিটিতে ছবি মুক্তি পেলে বাদ পড়ে যাওয়া দৃশ্যগুলিও নাকি দেখা যাবে মূল ছবির সঙ্গেই।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০