- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ নভেম্বর ২০২১ | ১:৩১ অপরাহ্ণ
ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা আগামী শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, সভায় জেলা, মহানগর, উপজেলা, থানাসহ আওয়ামী লীগের তৃণমূলের বিভিন্ন পর্যায়ের কমিটির সম্মেলন আয়োজনের বিষয়ে আলোচনা করা হবে। চলমান স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দলের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও উঠবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ সভায়।