- আজ রবিবার
- ২৮শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১১ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১০ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ ডিসেম্বর ২০২১ | ১:৫১ অপরাহ্ণ
আগামী ১২ ডিসেম্বর থেকে উত্তররা দিয়াবাড়ি থেকে আগারগাঁও রুটে চলাচল করবে মেট্রোরেল। আট সেট ট্রেন যাত্রী ছাড়া চলাচল করবে। এ জন্য রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ করা হয়েছে।
গত আগস্ট থেকে মেট্রোরেলের পারফরমেন্স পরীক্ষা চলছে। ছয় মাস ধরে এ পরীক্ষা চলমান থাকবে। আগারগাঁও পর্যন্ত নয়টির মধ্যে ছয়টি স্টেশনে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। ১২ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি স্টেশনের মধ্যে মেট্রোরেলের পারফরমেন্স পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডে।
মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান জাগে নিউজকে বলেন, ১২ ডিসেম্বর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। এটা মূলত পরীক্ষামূলকভাবে চলাচল করবে। আট সেট ট্রেন চলবে যাত্রীছাড়া। লাইন ঠিক আছে কি না, বৈদ্যুতিক বিষয়গুলো কেমন আছে- এসব দেখার জন্য চলাচল করবে ট্রেন।
আগামী বছরের (২০২২ সালের) ডিসেম্বরে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে বাণিজ্যিক চলাচল শুরুর পরিকল্পনা নিয়েছে সরকার। ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি উত্তরা তৃতীয় পর্ব থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ করা হবে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭২ শতাংশ। তবে উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৮৯ দশমিক ৬১ শতাংশ। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২ হাজার কোটি টাকা।
প্রথম সেকশন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৫৮ কিলোমিটার। আগামী ১২ ডিসেম্বর থেকে ২০২২ সালের ডিসেম্বরে বাণিজ্যিক চলাচল শুরুর আগ পর্যন্ত যাত্রী ছাড়া নিয়মিত এই রুটে চলবে মেট্রোরেল।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |