- আজ বুধবার
- ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ মে ২০২২ | ৩:১৯ অপরাহ্ণ
ইউক্রেনের দক্ষিণ বন্দরনগরী মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানায় এখনো ১০০ বেসামরিক নাগরিক অবরুদ্ধ আছেন। মঙ্গলবার ইউক্রেনের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
মারিউপোল শহরের মেয়রের উপদেষ্টা পেত্র আন্দ্রিউশেচেঙ্কো বলেন, প্রকৃত তথ্য হলো সেখানে এখনো বেসামরিক নাগরিকরা রয়েছে। দখলদাররা (রাশিয়া) হামলার মাত্রা কমায়নি।
সোমবার সারাদিন রুশ সেনারা ভারি আর্টিলারি এবং বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পেত্র আন্দ্রিউশেচেঙ্কো বর্তমান মারিউপোলের বাইরে অবস্থান করছেন। তবুও মারিউপোলের জনগণের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করছেন। তিনি বলেন, আজভস্তাল ধ্বংসে রুশ সেনাদের প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে।
এর আগে গত রোববার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, আজভস্তাল থেকে সকল নারী, শিশু এবং বৃদ্ধদের সরানো হয়েছে। যারা সেখানে আটকা রয়েছে তাদের অধিকাংশ পুরুষ।