- আজ সোমবার
- ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১:১০ অপরাহ্ণ
আজ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
মনোনয়ন বোর্ডের এ সভায় নাটোর-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে জানা গেছে। গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের এমপি আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়। তার মৃত্যুতে এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।