• আজ সোমবার
    • ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    আজ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মে ২০২১ | ১০:০৫ পূর্বাহ্ণ

    শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ আজ। ১৯৮১ সালের এই দিনে দীর্ঘ ৬ বছরের নির্বাসিত জীবন শেষে মাতৃভূমিতে ফেরেন তিনি। আওয়ামী লীগ নেতারা বলছেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার পর তার নেতৃত্বেই ঐক্যবদ্ধ হয় দল। দিশা পায় মুক্তিযুদ্ধের চেতনায় শোষণহীন, উন্নত, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন।

    শত প্রতিবন্ধকতা পেরিয়ে নানা সূচকেই বাংলাদেশ এখন গর্ব আর অহঙ্কারের নাম। এ অর্জনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    অথচ মাতৃভূমিতে ফিরতেই তাকে পাড়ি দিতে হয়েছে কতোইনা ঝঞ্ঝা-বিক্ষুদ্ধ পথ। দেশের ইতিহাসের বাঁক বদলের সে দিনটি ১৯৮১ সালের ১৭ মে। বাবা-মাসহ পরিবারের বেশিরভাগ সদস্য নিহত হওয়ার ছয় বছর পর; এ দিনেই নির্বাসিত জীবন শেষে সামরিক শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা।

    বারবার হত্যাচেষ্টা, ষড়যন্ত্র, জেল-জুলুম কোন কিছুই শেখ হাসিনাকে টলাতে পারেনি। প্রজ্ঞা, দূরদর্শিতার স্বকীয়তায় তিনি আজ বিশ্ব নন্দিত নেতা। নেতারা বলছেন, তার স্বদেশ প্রত্যাবর্তনে শুধু নেতৃত্ব সংকটে থাকা আওয়ামী লীগই ঐক্যবদ্ধ হয়নি; ভাগ্য ফিরেছে দেশের মানুষেরও।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০