- আজ বৃহস্পতিবার
- ১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩রা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ ফেব্রুয়ারি ২০২২ | ৪:০৯ অপরাহ্ণ
হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে বাসায় নিয়ে যাওয়া হবে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ১৩ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। দীর্ঘ প্রায় দু’মাস সিসিইউতে থাকার পর গত ৯ জানুয়ারি তাকে কেবিনে নেওয়া হয়।
শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানাতে এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত মেডিক্যাল বোর্ড একটি সংবাদ সম্মেলন করবেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।