• আজ বুধবার
    • ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    আড়াই কোটি ডলারে ট্রাম্পের সঙ্গে জাকারবার্গের রফা!

    আড়াই কোটি ডলারে ট্রাম্পের সঙ্গে জাকারবার্গের রফা!

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ জানুয়ারি ২০২৫ | ৫:১৮ অপরাহ্ণ

    ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে করা মামলা নিষ্পত্তি করতে আড়াই কোটি ডলারের বিনিময়ে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে একটি চুক্তিপত্রেও স্বাক্ষর করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের পর ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালায় তাঁর একদল সমর্থক। কংগ্রেস ভবনে ট্রাম্পপন্থী সমর্থকদের ওই হামলার ঘটনায় কয়েকজন নিহতও হন। এরপর মেটার প্ল্যাটফর্মগুলো থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করা হয়। এ ঘটনায় মেটার বিরুদ্ধে মামলা করেছিলেন ট্রাম্প।

    ২০২৪ সালের জুলাইতে ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় মেটা।

    মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, মেটা থেকে পাওয়া ২ কোটি ২০ লাখ ডলার ট্রাম্পের প্রেসিডেনশিয়াল লাইব্রেরির তহবিলে দেওয়া হবে। এ অর্থ আইনি খরচ ও মামলার অন্যান্য বাদীদের ক্ষতিপূরণ হিসেবে ব্যবহার করা হবে। তবে মেটা এ ঘটনায় দুঃখপ্রকাশ করবে না।

    ২০২১ সালে মেটার পক্ষ থেকে জানানো হয়, ট্রাম্পের অ্যাকাউন্টগুলো কমপক্ষে দু বছর স্থগিত থাকবে।

    গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর তাঁর সঙ্গে ফ্লোরিডা মার-এ-লাগোতে সাক্ষাৎ করতে যান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। বিশ্লেষকরা বলছেন, সম্পর্কের বরফ গলাতেই ওই সময় ট্রাম্পের সঙ্গে দেখা করেন জাকারবার্গ।

    চলতি মাসে ট্রাম্পের শপথ অনুষ্ঠানেও ১০ লাখ ডলার অর্থায়ন করে মেটা। এমনকি শপথ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন জাকারবার্গ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০