- আজ শনিবার
- ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৪শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৬ অক্টোবর ২০২৩ | ২:৩৭ অপরাহ্ণ
আজ ৬ অক্টোবর, আন্তর্জাতিক হাসি দিবস। বাস্তব জীবনে হাসির গুরুত্ব বোঝাতেই এই দিন উদ্যাপন করা বিশ্ব হাসি দিবস। দিনটির ইতিহাসের সঙ্গেও কিন্তু জড়িয়ে ছিল ‘হাসি’র ইতিহাস।
গত শতকের মাঝামাঝি আমেরিকার শিল্পী হার্ভে বল বিখ্যাত হয়েছিলেন সারা বিশ্বে। তার তৈরি হাসির ইমোজিই ছিল সেই খ্যাতির কারণ। বর্তমানে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে এমন অনেক ইমোজি আমরা ব্যবহার করি।
এই ইমোজির পথিকৃৎ ছিলেন ম্যাসাচুসেটসের শিল্পী হার্ভে বল। ১৯৬৩ সালে এক ইনসুরেন্স সংস্থা তার সঙ্গে যোগাযোগ করে। কর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরির উপায় খুঁজছিল ওই সংস্থা।
তখনই হলুদ ও কালোর মিশেলে এই ইমোজি তৈরি করেন হার্ভে বল। মাত্র ৪৫ ডলারের বিনিময়ে তা কিনে নেয় ইনসুরেন্স সংস্থা। ধীরে ধীরে খ্যাতি ছড়াতে থাকে এই ডিজাইনটির। হার্ভে বলের মনে হয়েছিল তার ডিজাইন নিয়ে মাত্রাছাড়া ব্যবসা চলছে।
তখনই তিনি প্রস্তাব দেন একটি হাসির দিবস পালন করা হোক। সেই দিন অন্তত কোনও ব্যবসায়িক উদ্দেশ্য থাকবে না। ১৯৯৯ সাল থেকে পালন করা হয় সেই দিন। হার্ভে বল ফাউন্ডেশন এই দিনটি নিয়ে নিয়মিত সচেতনতা প্রচার করে।