- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ মার্চ ২০২২ | ৩:৫৫ অপরাহ্ণ
আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যদি কেউ সমাবেশ করতে গিয়ে বিশৃঙ্খলা করে, জনজীবনে বিপত্তি ঘটায়, যেগুলো বিএনপি সবসময় করে এসেছে,তখন তো পুলিশকে ব্যবস্থা নিতেই হয়। যখন তারা নিজেরা মারামারি করে সেটা ঠেকানোর জন্যও পুলিশকে ব্যবস্থা নিতে হয়।’
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে চাঁদের হাট আয়োজিত রফিকুল হক দাদু ভাই স্মরণে পদক বিতরণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তাদের অন্য নেতা যারা কথা বলছেন, তাদের অনুরোধ জানাবো, সরকারের দিকে আঙুল না তুলে নিজেদের মারামারিটা আগে বন্ধ করেন।’
তিনি বলেন, ‘বিএনপি বেশ কিছুদিন ধরে কর্মসূচি পালন করছে। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে তারা সারাদেশে নির্বিঘ্নে কর্মসূচি করেছে। কিছু কিছু জায়গায় তারা নিজেরা নিজেরা মারামারি করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বলে তারা যে কর্মসূচি দিয়েছে, সেটাও তারা দেশের বিভিন্ন জায়গায় পালন করেছে। তাদের কোনও অসুবিধা হয়নি। তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক, সেটিই আমরা চাই। গণতান্ত্রিক ব্যবস্থাকে সংহত করতে এসবের প্রয়োজন আছে।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। ‘আপনি যদি ভোগ্যপণ্যের দামের কথা চিন্তা করেন তাহলে ভারতে, ইউরোপে, মার্কিন যুক্তরাষ্ট্রে সব ভোগ্যপণ্যের দাম বেড়েছে। বাংলাদেশে সেই তুলনায় অনেক কম বেড়েছে।’
তিনি আরও বলেন, ‘পৃথিবীতে দ্রব্যমূল্য সবসময়ই বেড়েছে, কখনও কমেনি। যখন বাংলায় দুর্ভিক্ষ হয় তখন এক আনা অর্থাৎ ১৬ পয়সায় কয়েক কেজি চাল পাওয়া যেত। কিন্তু বাংলায় দুর্ভিক্ষ হয়েছে। দেখতে হবে যে, দ্রব্যমূল্যের সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে কিনা।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদের হাটের সদস্যরা।