• আজ বুধবার
    • ৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৫শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    আন্দোলনে যারা ছিল তাদের উপদেষ্টায় প্রাধান্য দেওয়া উচিত: সারজিস

    আন্দোলনে যারা ছিল তাদের উপদেষ্টায় প্রাধান্য দেওয়া উচিত: সারজিস

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ নভেম্বর ২০২৪ | ৭:৫৪ অপরাহ্ণ

    বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি অংশগ্রহণ ছিল উপদেষ্টায় তাদের প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

    তিনি বলেন, চট্টগ্রাম বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা পরিষদে। কিন্তু রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ থেকে কাউকে উপদেষ্টা করা হয়নি। তিন বিভাগ থেকে কী একজনও নেই, যিনি মন্ত্রণালয় চালানোর যোগ্য। অঞ্চলবৈষম্য আমরা সমর্থন করি না।

    শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত রংপুর বিভাগের শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকীকে নিয়োগের সমালোচনা করে সারজিস আলম বলেন, ফারুকী তার পুরো সময়ে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তোষামদি করার দরকার তা করেছেন। এই ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসেন। এ রকম কঠিন সময়ে নীরব থাকা ও গা বাঁচিয়ে চলা লোকজনকে আমরা উপদেষ্টা হিসেবে দেখতে চাই না।

    তিনি আরও বলেন, রংপুরে শহীদদেরকে নিয়ে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে। এই ব্যবসা সামগ্রিকভাবে বন্ধ করতে হবে। আমরা শহীদদের নিয়ে মামলা বাণিজ্য চাই না। কাউকে কোনো মামলায় নাম দিয়েছে মানেই গ্রেফতার করা যাবে না। টাকা দিয়ে নাম দিচ্ছে আবার টাকা দিয়ে নাম কাটাচ্ছে, যারা এটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যেই সম্পৃক্ত হোক যদি মনে হয় এটা ষড়যন্ত্রমূলক, তার বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১