- আজ বুধবার
- ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৬ অক্টোবর ২০২৩ | ১২:৫৭ অপরাহ্ণ
ইতিহাস গড়া জয়ে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার গণ্ডি পেরিয়েছে আফগানিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেয়েছে তারা। বিশ্বকাপ ইতিহাসে এটি তাদের দ্বিতীয় জয়, যা ভবিষ্যতের রসদ হিসেবে দেখছেন প্রধান কোচ জোনাথন ট্রট। একইসঙ্গে শিষ্যদের ভূয়সী প্রশংসায় তিনি বলেছেন, আফগানরা কাউকে ভয় পায় না।
ইংল্যান্ড ম্যাচ বিশ্লেষণে ট্রট বলেন, ‘আমাদের দলীয় সংগ্রহটা ভালো ছিল, কিন্তু আমাদের বোলিং এবং ব্যাটিংয়েও ভালো করতে হতো। সেটাই ছেলেরা করেছে। আশা করা যায়, বড় দেশগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সময় এটি থেকে অনেক আত্মবিশ্বাস আসবে। এমনটা কেবল বিশ্বকাপে নয়, অন্যান্য ম্যাচগুলোতে এবং ভবিষ্যতেও।’
আফগানদের ইংলিশ কোচ যোগ করেন, ‘আশা করি এটা একটা নতুন শুরুর কারণ হবে। কারণ আমি জানি আমাদের পরের ম্যাচে প্রতিপক্ষ কারা। আমরা প্রতিপক্ষকে সম্মান করি। তবে আফগানরা কাউকে ভয় পায় না। এখানে আমরা প্রতিটি ম্যাচ খেলতে এসেছি। আমার বিশ্বাস আমরা জিততে পারব।’